২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভাড়ায় চলছে ব্যক্তিগত সিএনজি অটোরিকশা

-

ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য নিবন্ধিত ‘প্রাইভেট’ অটোরিকশা ভাড়ায় চলা বন্ধের সিদ্ধান্ত কঠোরভাবে পালন করছে প্রশাসন। কিন্তু বাস্তবে রাজধানীর সড়কে অবাধে ভাড়ায় চলছে এসব অটোরিকশা। এসব অটোরিকশা ভাড়ায় চলার রুট পারমিট ও মিটার নেই। তাই এগুলো চুক্তিতে যাত্রী আনা-নেয়া করে।
মালিক সমিতিসহ বিভিন্ন সূত্রের হিসাব অনুযায়ী, ঢাকায় প্রায় পাঁচ হাজার প্রাইভেট অটোরিকশা ভাড়ায় চলাচল করে। গতকাল ঢাকার মিরপুর ১ নম্বর, টেকনিক্যাল মোড়, কল্যাণপুর, শ্যামলী, ফার্মগেট, পান্থপথ ও সায়েন্স ল্যাব এলাকা ঘুরে দেখা যায়, ‘প্রাইভেট’ লেখা অসংখ্য ছাইরঙা সিএনজিচালিত অটোরিকশা ভাড়ায় চলছে। যাত্রীদের গন্তব্য শুনে চালক পছন্দ মতো ভাড়া হাঁকছেন। দরদাম করে ভাড়ায় পোষালে যাত্রীরা গন্তব্যে যাচ্ছেন।
প্রাইভেট অটোরিকশার চালক কামাল উদ্দীন বলেন, প্রাইভেট অটোরিকশা ভাড়ায় চলে, এটা সবাই জানে। ভেতরে মালিক আছে নাকি যাত্রী, কেউ তাকায়ও না।
এ বিষয়ে জানতে চাইলে ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো সিদ্ধান্ত বাস্তবায়নে যথেষ্ট আন্তরিক। সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি জানায় সংশ্লিষ্ট সংস্থা। বাস্তবতার সঙ্গে অগ্রগতি প্রতিবেদনের সামঞ্জস্য আছে কি না, সেটি খতিয়ে দেখা হবে।
ঢাকা মহানগর প্রাইভেট সিএনজি মালিক কল্যাণ সমিতির সভাপতি সারোয়ার হোসেন বলেন, সমিতিভুক্ত প্রায় দুই হাজার প্রাইভেট অটোরিকশাকে বাণিজ্যিক নিবন্ধন দিতে ২০১২ সালে তারা উচ্চ আদালতে রিট করেন। আদালত সমিতিভুক্ত অটোরিকশাকে বাণিজ্যিক নিবন্ধন দেয়ার নির্দেশ দেন। কিন্তু এখনো নির্দেশ বাস্তবায়নে অগ্রগতি নেই।
এ দিকে ভাড়ায় চলা বাণিজ্যিক অটোরিকশাগুলো ইচ্ছেমতো চললেও এগুলোর বিষয়ে ডিটিসিএর সভায় কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এসব অটোরিকশার চালকরা গন্তব্য পছন্দ না হলে যাত্রী তুলছেন না। যাত্রী তুললেও সেটা মিটারে নির্ধারিত ভাড়ায় নয়, চুক্তিতে কয়েক গুণ বেশি। সব মিলিয়ে যাত্রীদের জিম্মি করে রেখেছেন এসব অটোরিকশার চালকরা।
গতকাল গাবতলীতে বাস থেকে নেমে অটোরিকশা ভাড়া করছিলেন অনেকেই। তাদের একজন রইসুল ইসলাম। গাবতলী থেকে উত্তরা যাবেন। তিনি বলেন, কয়েকজন চালককে জিজ্ঞেস করার পর একজন ৩৮০ টাকায় যেতে রাজি হলেন। মিটারে অটোরিকশা চলবে, এটা এখন আর আমরা চিন্তাই করতে পারি না। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিচালক (এনফোর্সমেন্ট) নূর মোহাম্মদ মজুমদার বলেন, যেসব অটোরিকশা মিটারে চলে না, সেগুলোর বিরুদ্ধে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত নিয়মিত ব্যবস্থা নিচ্ছে। জরিমানা করছে।


আরো সংবাদ



premium cement
এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি

সকল